আমাদের সম্পর্কে
"বিসমিল্লাহির রাহমানির রাহীম"
পদ্মা-যমুনা বিধৌত ২,৩৭২ বর্গকিলোমিটার আয়তনের সুজলা সুফলা শষ্য-শ্যামলা দেশের প্রাচীনতম জেলা পাবনা। এখানে জন্ম নিয়েছে কত কবি,শিল্পী,সাহিত্যিক,মনিষি,বিজ্ঞানী,রাজনিতিক ও বিপ্লবী। এখানেই সৃষ্টি হয়েছে বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ এর ছাত্র-গণবিপ্লব সহ অসংখ্য ইতিহাস। এই জেলার মানুষ আজ ছড়িয়ে পড়েছে দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের দিকে দিকে,অর্জন করেছে সুখ্যাতি। বর্তমানে নয়টি উপজেলা,নয়টি পৌরসভা,এগারটি থানা নিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ১৮২৮ সালে আত্মপ্রকাশ করা দেশের অন্যতম প্রাচীন এই জেলা। একসময় উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এই জেলার বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন, তরুণ সমাজ এবং সাধারণ মানুষের মাঝে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে পাবনার উন্নয়ন ও গণ-মানুষের কল্যাণে সংকল্পবদ্ধ হয়েছে একঝাঁক সাহসী তরুণ,যার নাম 'শেকড় পাবনা ফাউন্ডেশন।' ২০২২ সালের ২৩ এপ্রিল ঢাকার বনশ্রী এলাকায় অবস্থিত স্কুল অব দ্যা নেশনের হল রুমে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় স্বপ্নচারী এই সংগঠনটির । নিজেদের কর্ম ও প্রচেষ্টার মাধ্যমে উন্নত,সমৃদ্ধ ও শান্তির পাবনা বিনির্মানে গর্বিত অংশীদার হতে সংকল্পবদ্ধ 'শেকড় পাবনা ফাউন্ডেশন'।
লক্ষ্য ও উদ্দেশ্য
পাবনা জেলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, সুস্থ সাংস্কৃতিক বিকাশ, মানবাধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়নের কার্যকর প্লাটফর্ম গড়ে তোলা।
কর্মসূচী :
- সামাজিক সচেতনতা সৃষ্টি
- শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা
- স্বাস্খ্যসেবা ও চিকিৎসা সহায়তা
- কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন
- আঞ্চলিক ঐক্য ও টেকসই উন্নয়ন
- মানবাধিকার সংরক্ষণ
- জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষা
- মাদকমুক্ত ও নৈতিক যুব-সমাজ গঠন